• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

‘প্রমিস ডে‍‍’র প্রমিস কেমন হবে?


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২২, ০৩:০২ পিএম
‘প্রমিস ডে‍‍’র প্রমিস কেমন হবে?

চলছে প্রেম সপ্তাহ। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ জুড়েই প্রতিটি দিনই প্রেমিক যুগলদের জন্য় বিশেষ। 'রোজ ডে', 'প্রোপোজ ডে' 'চকোলেট ডে' শেষে এবার এসেছে 'প্রমিস ডে'। মানে প্রতিজ্ঞা করার দিন। প্রেমিক যুগলরা এই দিনে ভালোবাসার প্রতিজ্ঞা করে। তবে একপক্ষ এটি মানতে নারাজ। প্রমিস ডে বা প্রতিজ্ঞা দিবসে যে কারো সঙ্গেই প্রতিজ্ঞা হতে পারে। এমনকি এই প্রতিজ্ঞা হতে পারে নিজের সঙ্গেও।

১১ ফেব্রুয়ারি শুক্রবার 'প্রমিস ডে'। এই দিনে পরিবারের সঙ্গেও প্রতিজ্ঞা হতে পারে। প্রিয়জন, মা-বাবা কিংবা বন্ধুদের সঙ্গে প্রতিজ্ঞা করে দিনটি উদযাপন করা যায়। তবে দিনটি বেশি উদযাপন করেন প্রেমিক যুগলরা। এই দিনটিতে পরস্পরের সঙ্গে শপথের মালা গাঁথে। চিরকাল পাশে থাকবে, আজীবন সুস্থ স্বাভাবিক দৃঢ় ও প্রেমবন্ধনে মগ্ন থাকবে সেই শপথ নেয়। এভাবেই ভালো লাগায় পালিত হয় দিনটি।

শুধু প্রতিজ্ঞা নয়, সঙ্গে থাকে উপহারও। তাছাড়া সারাদিন ঘুরে বেড়ানো, একসঙ্গে খাওয়া, নিজেদের একান্ত সময় কাটানো এভাবেই পেরিয়ে যায় এই দিনটি।  

যারা প্রেমিক যুগল এসব দিন শুধু তাদের জন্য, তেমনটা কিন্তু নয়। আপনি একা রয়েছেন দিনটি আপনিও পালন করতে পারেন। চলুন ‘প্রমিস ডে’-তে কিছু প্রতিজ্ঞা করি যাতে দিনটি আপনিও উপভোগ করতে পারেন।

  • প্রতিজ্ঞা দিবসের শুরুটা পরিবার থেকেই করতে পারেন। সময়ের অভাবে পরিবারের বাবা-মায়ের সঙ্গে ঠিকমতো কথাও হয় না। এই দিনটিতে প্রতিজ্ঞা করুন, শত ব্যস্ততায় বাবা-মাকে সময় দিবেন। ছুটির সময়টা তাদের সঙ্গেই কাটাবেন। তাদের নিয়ে ঘুরে বেড়াবেন। তাদের প্রয়োজনের দিকে খেয়াল রাখবেন।
  • ভালোবাসার মানুষ থাকলে প্রতিজ্ঞার প্রথম পছন্দ থাকে সেই। ভালোবাসার টিকিয়ে রাখতে নিজের ভুলগুলো পূনরাবৃত্তি করবেন না এটাই হোক প্রথম প্রতিজ্ঞা। একে অন্যের মতামতের মূল্য দিবেন, নিজেদের সময় দিবেন এবং সবসময় সঙ্গে থাকবেন সেই প্রতিজ্ঞা হতে পারে এই দিনে।
  • বন্ধুদের সঙ্গে সময় কাটানো হচ্ছে না? সমস্যা নেই বন্ধুরা অনেকদিন পর এক হলেও সেই মুহূর্তটাকে উপভোগ করে। এদের মধ্যে কাছের বন্ধুর সঙ্গে যোগাযোগ রাখবেন এবং প্রতিজ্ঞা করুন, নিজের খারাপ-ভালো পরিস্থিতি তার সঙ্গেই শেয়ার করবেন।
  • এই দিনটিতে প্রতিজ্ঞা করতে পারেন, কখনও আপনার দ্বারা কারো ক্ষতি হবে না সেদিকে যত্নবান হবেন। মিথ্যা বলা থেকে নিজেকে যতটা সম্ভব দূরে রাখবেন। কারো মন ভাঙবেন না।
  • কাজের ক্ষেত্রে বা পড়াশোনা যেকোনো স্থানেই নিজের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবেন সেই প্রতিজ্ঞাও হোক আজকের দিনে। মনে রাখবেন, কাজে বা লেখাপড়ায় ফাঁকি দেওয়া হলে নিজেকেই ঠকানো হয়।
  • সবশেষে প্রতিজ্ঞা করুন নিজের সঙ্গে। এই দিনটি থেকে যা যা করবেন বলে ঠিক করেছেন তা সব কয়টি মেনে চলবেন। নিজে কখনও নিরাশ হবেন না। বরং সবসময় পজিটিভ থাকবেন।
Link copied!